নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০১৭ ১৬:০০

সিলেটে একুশের আলোকে নাট্য প্রদর্শনী শুরু মঙ্গলবার

'জাগো মানুষের সুপ্ত শক্তি/হাটে মাঠে ঘাটে বাটে'- স্লোগানে সিলেটে শুরু হতে যাচ্ছে মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী ২০১৭। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন হবে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উদ্বোধক হিসেবে থাকবেন বিশিষ্ট নাট্যজন সারা যাকের।

২১ মার্চ শুরু হয়ে এ নাট্য প্রদর্শনী চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। উদ্বোধনী পর্বে থাকছে এ বছর একুশে পদক প্রাপ্ত সিলেটের তিন গুনীজন সুষমা দাস (সঙ্গীত), সৈয়দ আবদুল্লাহ খালিদ (শিল্পকলা) ও ড. জামিলুর রেজা চৌধুরীকে (বিজ্ঞান ও প্রযুক্তি) সংবর্ধনা ও নাট্য পরিষদ সম্মাননা। উদ্বোধনী পর্বের পর প্রদর্শিত হবে নাট্য নিকেতনের নাটক 'ভূমিকন্যা'।

অন্যান্য দিনে প্রদর্শিত হবে নাট্যালোক সিলেটের 'মুল্লুক' (২২ মার্চ), স্পৃহা থিয়েটারের 'সুবচন নির্বাসনে' (২৩ মার্চ), থিয়েটার মুরারীচাঁদের 'রঙমহাল' (২৪ মার্চ) ও নাট্যায়ন সিলেটের 'মধ্য রাতের বৃষ্টি' (২৫ মার্চ)। একদিন বিরতির পর ২৭ মার্চ উদযাপন করা হবে বিশ্ব নাট্য দিবস।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের এই আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সিলেট সিটি কর্পোরেশন।

 

আপনার মন্তব্য

আলোচিত