নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০১৭ ১৪:৪২

সিলেটে আজ মঞ্চায়িত হবে স্পৃহা থিয়েটারের নাটক ‘সুবচন নির্বাসনে’

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে ৭ দিনব্যাপী একুশের চেতনায় নাট্য প্রদর্শনীর তৃতীয় দিনে আজ মঞ্চায়িত হবে স্পৃহা থিয়েটারের নাটক 'সুবচন নির্বাসনে'।

বৃহস্পতিবার (২৩ মার্চ) কবি নজরুল অডিটোরিয়ামে সন্ধ্যে ৭টায় নাটকটির প্রদর্শনী শুরু হবে।

প্রয়াত নাট্যজন আব্দুল্লাহ আল মামুনের লেখা সাড়া জাগানো এ নাটকটির নির্দেশনা দিয়েছেন মনির আহমেদ।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জাকারিয়া আহমেদ, সৈয়দা সুরাইয়া জামানা, সুমিত দেব রায়, আবু তাহের, রিফান সজল, ছাদিকুর রহমান, আব্দুল মুয়িম মাহিদ, এ ইউ এ কয়েছ, ইমতিয়াজ কামরান তালুকদার, হাফিজুর রহমান সায়হান ও আলমগীর কবির সালেক।

প্রদর্শনীর চতুর্থ দিন শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় থিয়েটারের মুরারিচাঁদের প্রযোজনায় রুবাইয়াৎ আহমেদ রচিত এবং ইয়াকুব আলী ও বিধান সিংহ নির্দেশিত নাটক 'রঙমহাল’ মঞ্চস্থ হবে।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও একুশের চেতনার আলোকে নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় মঙ্গলবার (২১ মার্চ) থেকে শুরু হয় এ নাট্য প্রদর্শনী।

আপনার মন্তব্য

আলোচিত