নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০১৭ ১৩:৫৯

সিলেটে নাট্য পরিষদের শোভাযাত্রা বাতিল, বিকেলে প্রতিবাদী গান-নাটক

বিশ্ব নাট্য দিবস ২০১৭

আজ ২৭ মার্চ 'বিশ্ব নাট্য দিবস'। প্রতিবছর এ দিনে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আনন্দ শোভাযাত্রার আয়োজন করে থাকে। কিন্তু সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হওয়ার ঘটনায় তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারে আনন্দ শোভাযাত্রা বাতিল করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

সোমবার (২৭ মার্চ) সিলেটটুডেকে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

তিনি জানান, সিলেটে জঙ্গিবিরোধী একটি অভিযান চলছে। সারা দেশের মানুষ উৎকণ্ঠিত। এমন সময়ে আনন্দ শোভাযাত্রা করাটা উচিত নয় বলেই আমরা তা বাতিল করেছি। এর পরিবর্তে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করবো।

'মানবিক মূল্যবোধ অটুট থাক, জঙ্গিবাদ নিপাত যাক'- এমন প্রত্যয়ে আজ (সোমবার) বিকাল ৪টা থেকে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিবাদী গান, কবিতা ও পথ নাটক।

আপনার মন্তব্য

আলোচিত