সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৭ ১৭:০৭

চলে গেলেন কবি সাযযাদ কাদির

সাযযাদ কাদির

চলে গেলেন সাংবাদিক, কবি, সাহিত্যিক সাযযাদ কাদির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

বৃহস্পতিবার (৬ এপিল) দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা শেষে তাঁকে টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাযযাদ কাদির ১৯৪৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৭২ সালে সাযযাদ কাদির করটিয়া সা'দত কলেজের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৭৬ সালে তিনি কলেজের চাকরি ছেড়ে ‘সাপ্তাহিক বিচিত্রা’য় যোগ দেন।

১৯৭৮ সালে তিনি যোগ দেন চীনের ‘রেডিও বেইজিং’-এ। ১৯৮০ সালে দেশে ফিরে আসেন এবং ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত দৈনিক সংবাদে কাজ করেন। ১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত কাজ করেন আগামী, তারকালোক ও দৈনিক দিনকালে। ১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) কাজ করেন। এরপর তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় কাজ শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত কবি পত্রিকাটির যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছিলেন।

সাযযাদ কাদির শুধু কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গবেষণা, শিশুতোষ, সম্পাদনা, সংকলন, অনুবাদসহ বিভিন্ন বিষয়ে ৬০টির বেশি গ্রন্থ রচনা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত