সিলেটটুডে ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৭ ২২:০৬

সিলেটে শিল্পকলা একাডেমির আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণ-তূর্য'- এই স্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক নৃত্য দিবস ২০১৭ উদযাপন করেছে সিলেট জেলা শিল্পকলা একাডেমি।

দিবসটি উপলক্ষে শনিবার (২৯ এপ্রিল) কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমজা সিলেটের সভাপতি আল আজাদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. শাহিদুল আলম।

শাহী তাসনুভা ফাইরুজের সঞ্চালনায় পুরস্কার বিতরণের পূর্বে প্রতিযোগিতার সকল বিভাগে ১ম স্থান অধিকারীদের অংশগ্রহণে একটি নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এরপর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত