হবিগঞ্জ প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০১৭ ২৩:০০

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে হবিগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় নিমতলা কালেক্টরেক্ট প্রাঙ্গণ থেকে এক র‍্যালি বের হয়ে তা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং নৃত্য উৎসবে প্রায় শতাধিক নৃত্যশিল্পী লোক, কথক, পাহাড়ি, ধামাইলসহ বিভিন্ন ধরণের নৃত্য পরিবেশন করেন।

নৃত্য উৎসবে অংশগ্রহনকারী দলগুলো হলো, জেলা শিল্পকলা একাডেমি, সুরবিতান, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, বামবক্ষ, নৃত্যকুড়িঁ, নৃত্যভূমি, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, শায়েস্তাগঞ্জ থিয়েটার, দেশ নাট্যগোষ্ঠি শায়েস্তাগঞ্জ, আনন্দ নিকেতন, নৃত্য নিকেতন, নৃত্যারণ্য-নবীগঞ্জ ও নৃত্যাঙ্গন মিরপুর।

এর আগে স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ শাখার সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা হবিগঞ্জ শাখার উপদেষ্টা এডভোকেট হান্নান চৌধুরী ও দৈনিক সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক গৌতম দাশ সুমন।

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত