সিলেটটুডে ডেস্ক

১৩ মে, ২০১৭ ০০:৫০

সিলেটে উদীচীর রবীন্দ্রজয়ন্তী পালন

গান, কথা ও কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মজয়ন্তী পালন করেছে উদীচী সিলেট জেলা সংসদ। শুক্রবার সন্ধ্যায় নগরীর সারদা হল সংলগ্ন নাট্য পরিষদের মহড়া কক্ষে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করে উদীচী।

'এসো এসো/ সেই নবসৃষ্টির কবি/ নবজাগরণ যুগপ্রভাতের রবি'- এই শ্লোগানে আয়োজিত অনুষ্ঠিত শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন ও আগুনের পরশমনি গানের মাধ্যমে।

এরপর আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেব উপস্থিত হয়েছেন গীতবিতান বাংলাদেশ এর পরিচালক ও রবীন্দ্র সঙ্গীতশিল্পী অনিমেষ বিজয়।

উদীচীর সভাপতি একে শেরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিজিৎ দাস জয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি রতন দেব। বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ব্যারিস্টার আরশ আলী, উদীচী সিলেটের সংগঠক বাদল কর। এতে উপস্থিত হয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

এরপর গান ও কবিতা পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। সবশেষে গান পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমেষ বিজয়।

আপনার মন্তব্য

আলোচিত