মৌলভীবাজার প্রতিনিধি

০২ নভেম্বর, ২০১৭ ১৯:৪৬

মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলার উদ্বোধন ও শোভাযাত্রা

উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মৌলভীবাজারে মণিপুরী সম্প্রদায়ের তিন দিনব্যাপী মহারাসলীলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনের পর শহরে মণিপুরীদের নিজস্ব পোশাক ও আচারে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

বুধবার দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তিন দিনের রাস উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক।

উদ্বোধনের পর শহরে আনন্দ শোভাযাত্রা বের হয়। রঙবেরঙের সাজ আর বাদ্যের তালে নৃত্য করে শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে বের হয়ে সৈয়দ মুজতবা আলী সড়ক-সৈয়দ সিকন্দর আলী সড়ক ও চৌমোহনা ঘুরে পূণরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এবার প্রথম কমলগঞ্জের মণিপুরী পাড়ার বাইরে রাস উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মাধবপুরের জোড়া মণ্ডপে এবছর ১৭৫তম উৎসব উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করা হলেও আদমপুরের সনাতনজীর মণ্ডপে ১দিনের অনুষ্ঠানই হবে।
মূল রাসলীলা অনুষ্ঠান হবে আগামী ৪ নভেম্বর কমলগঞ্জের আদমপুর ও মাধবপুরে।

আপনার মন্তব্য

আলোচিত