সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৭ ১৪:১১

বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের ৪র্থ দিনের আয়োজনে যা থাকছে

ফাইল ছবি

‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ এর ষষ্ঠ আসরের আজ চতুর্থ দিন। ‘সংগীত জাগায় প্রাণ’ এই স্লোগানে গত ২৬ ডিসেম্বর ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হয়েছে এবারের উৎসব।

উৎসবের চতুর্থ দিন শুক্রবারের (২৯ ডিসেম্বর) আয়োজন শুরু হবে সুইটি দাস, অমিত চৌধুরী, স্নাতা শাহরিন, সুদেষ্ণা স্বয়মপ্রভা, মেহরাজ হক তুষার ও জুয়াইরিয়াহ মৌলির নৃত্য পরিবেশনের মাধ্যমে। তাঁরা মনিপুরি, ভরতনাট্যম ও কত্থক নৃত্য পরিবেশন করবেন। এরপর সরোদ বাজাবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়।

শুক্রবার থাকবে ওস্তাদ রশীদ খানের খেয়াল। এছাড়াও এদিন থাকছে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সরোদ এবং ড. মাইশুর মঞ্জুনাথ এর বেহালা বাদন।

শুক্রবার রাতে খেয়াল নিয়ে আরও থাকবেন পণ্ডিত যশরাজ। সাসকিয়া রাও দ্য-হাস বাজাবেন চেলো। পণ্ডিত বুদ্ধাদিত্য মুখার্জির সেতার দিয়ে শেষ হবে চতুর্থ দিনের পরিবেশনা।

এ বছর উৎসবটি উৎসর্গ করা হয়েছে গবেষক, চিন্তাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে। উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে এই উৎসব।

আপনার মন্তব্য

আলোচিত