সিলেটটুডে ডেস্ক

০৯ জুন, ২০১৫ ২২:০২

বৃহস্পতিবার থেকে সিলেট শিল্পকলা একাডেমীতে চলচ্চিত্র উৎসব শুরু


মহান মুক্তিযুদ্ধ ও সমকালীন দেশীয় ছয়টি চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে সিলেট শিল্পকল্পা একাডেমি। বৃহস্পতিবার থেকে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই বিকেল ৪টা থেকে তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’  এবং সন্ধ্যা ৬টায় মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবি দুটি প্রদর্শিত হবে।

১২ জুন শুক্রবার বিকাল ৪টায় রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ও সন্ধ্যা ৬টায় নোমান রবিনের রচনায় ও পরিচালনায় ‘কমন জেন্ডার’ এবং ১৩ জুন শনিবার বিকাল ৪টায় শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘উত্তরের সুর’ ও সন্ধ্যা ৬টায় মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ প্রদর্শিত হবে।

আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। প্রতিটি প্রদর্শনীই সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীগুলো উপভোগ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

আপনার মন্তব্য

আলোচিত