নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:১৭

রেকর্ড ১২টি দলের অংশগ্রহণে সিলেটে শুরু হচ্ছে নাট্য প্রদর্শনী

প্রতিবারের মতো এবারও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজন করতে যাচ্ছে মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী। প্রদর্শনীতে সিলেটের ১২টি দল তাদের প্রযোজনা নিয়ে অংশগ্রহণ করবে।

আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১২ দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে ৫ মার্চ পর্যন্ত। সবগুলো নাটকের প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে। এ প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন।

নাট্য প্রদর্শনী সফলভাবে আয়োজনের জন্য সম্প্রতি সিলেটের নাট্যকর্মীদের সাথে একটি মতবিনিময় সভা করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, এবারের প্রদর্শনীতে সবচেয়ে বেশি সংখ্যক নাট্যদল অংশ নিচ্ছে। এটি সিলেটের জন্য একটি রেকর্ড।

১২ দিনব্যাপী এ নাট্য প্রদর্শনীতে যেসব দল নাটক প্রদর্শন করবে, তার সংক্ষিপ্ত তথ্য নিচে দেয়া হলো:

নবশিখা নাট্যদল, সিলেট
নাটক: কবর
রচনা: মুনীর চৌধুরী
নির্দেশনা: ফরিদুল ফারদিন
সার্বিক তত্ত্বাবধানে: সুদীপ চক্রবর্তী
তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০১৮

কথাকলি সিলেট
নাটক: দূর্ব্বিনশাহ
রচনা: মোস্তাক আহমদ
নির্দেশনা: আমিরুল ইসলাম বাবু
তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০১৮

নাট্যমঞ্চ সিলেট
নাটক: বধ্যভূমিতে শেষদৃশ্য
রচনা: কাজী মাহমুদুর রহমান
নির্দেশনা: রজত কান্তি গুপ্ত
তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০১৮

নান্দিক নাট্যদল, সিলেট
নাটক: হাসন রাজা
রচনা: মোস্তাক আহমদ
নির্দেশনা: আমিরুল ইসলাম বাবু
তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮

নাট্যালোক সিলেট (সুরমা)
নাটক: মুল্লুক
রচনা: বাকার বকুল
নির্দেশনা: খোয়াজ রহিম সবুজ
তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০১৮

থিয়েটার বাংলা
নাটক: এই রোদ এই বৃষ্টি
রচনা: মমতাজউদ্দিন আহমদ
নির্দেশনা: অপু কুমার সেনাপতি
তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০১৮

থিয়েটার মুরারিচাঁদ
নাটক: রঙমহাল
রচনা: রুবাইয়াৎ আহমেদ
নির্দেশনা: ইয়াকুব আলী ও বিধান সিংহ
তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮

নাট্যনিকেতন সিলেট
নাটক: ভূমিকন্যা
রচনা ও নির্দেশনা: চম্পক সরকার
তারিখ: ১ মার্চ ২০১৮

নাট্যালোক সিলেট (আম্বরখানা)
নাটক: এখন দুঃসময়
রচনা: আব্দুল্লাহ আল মামুন
নির্দেশনা: আফজাল হোসেন
তারিখ: ২ মার্চ ২০১৮

লিটল থিয়েটার, সিলেট
নাটক: ভাইবে রাধারমণ
রচনা ও নির্দেশনা: তানভীর নাহিদ খান
পরিকল্পনা ও প্রয়োগ: আব্দুল কাইয়ূম মুকুল
তারিখ: ৩ মার্চ ২০১৮

দিগন্ত থিয়েটার, সিলেট
নাটক: পেজগী
রচনা: জে.বি.পি মলিয়র
বাংলা অনুবাদ: অপু আমান
নির্দেশনা: দিবাকর সরকার শেখর
তারিখ: ৪ মার্চ ২০১৮

দর্পণ থিয়েটার, সিলেট
নাটক: হট্টমালার ওপারে
রচনা: বাদল সরকার
নির্দেশনা: এজাজ আলম
পুণঃ নির্দেশনা: নাহিদ পারভেজ বাবু ও সুপ্রিয় দেব শান্ত
তারিখ: ৫ মার্চ ২০১৮

আপনার মন্তব্য

আলোচিত