সিলেটটুডে ডেস্ক

২৬ মার্চ, ২০১৮ ১৮:১৫

মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রুতি সিলেটের কালরাত্রি স্মরণ

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণে শ্রুতি সিলেট বুদ্ধিজীবি শহিদ মিনারে আয়োজন করে 'আঁধার ভেঙ্গে আসুক আলো' শিরোনামে অনুষ্ঠানের।

রোববার (২৫ মার্চ) রাত ৯টা ৫ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় স্বাধীনতার কবিতা পাঠ ও গান।

এতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত। আরো বক্তব্য রাখেন, সংগঠক ও বাপা সিলেটে সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, কবি ও সংগঠক কাশমির রেজা, শ্রুতি সমন্বয় সুমন্ত গুপ্ত, নিলয় তালুকদার, মুন্না ভট্টাচার্য প্রমুখ। একাত্তরের চিঠি পাঠ করেন সন্দীপ রায়, শ্রাবণ আচার্য, সৃজন দাশ, সুস্মিতা ভট্টাচার্য, তামান্না প্রত্যাশা, চপল কুন্ডু, স্রোতস্বিনী স্নেহা প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের সদস্যবৃন্দ এবং শ্রুতি পরিবারের সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত