নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০১৮ ১৬:৩২

সিলেটে শিশুতোষ চলচ্চিত্র উৎসব শুক্রবার

শিশুদের মানসিকতার বিকাশে নির্মাতা রহমান মনি’র আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ৫টি চলচ্চিত্র নিয়ে শিশুতোষ চলচ্চিত্র উৎসব সিলেটে শুরু হচ্ছে।

শুক্রবার (২০ এপ্রিল) নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গণসাংস্কৃতিক সংগঠন ‘মৃত্তিকায় মহাকাল’-এর উদ্যোগে আয়োজিত এ চলচ্চিত্র উৎসব শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকাল ৩ টা থেকে রাত নয়টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। ধারাবাহিকভাবে ৭০ মিনিট করে ৫টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

দ্বিতীয় দিনে, চলচ্চিত্র প্রদর্শনী সকাল ১২ টা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে।

চলচ্চিত্র উৎসবে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এবং র‌্যাফল ড্র’র মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার জন্য এর নির্মাতা রহমান মনি বিশেষভাবে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, রহমান মনি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো বিশ্বের ৯টির ও বেশি দেশে প্রদর্শিত হয়ে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে।

আপনার মন্তব্য

আলোচিত