নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০১৮ ০১:১৬

নগরনাটের ‘আগুন পাখি জ্বলছে হৃদয়ে’

সাফল্যের এক যুগ পূর্ণ করেছে নাট্যসংগঠন নগরনাট। গত ৫ মে এক যুগ পূর্ণ করে সিলেটের আলোচিত এই নাট্যসংগঠনটি।

একদল প্রতিভাবান তরুণদের নিয়ে গঠিন নগরনাট যুগপূর্তি উপলক্ষ্যে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আজ রোববার বিকাল সাড়ে ৫টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আগুন পাখি জ্বলছে হৃদয়ে’ শিরোনামের এ যুগপূর্তি আয়োজন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে থাকবে প্রত্যাশা, লাক্কাতুরা চা বাগান সিলেট, গানবাহান, প্রাক্তন, ছন্দনৃত্যালয় ও দিক থিয়েটার, শাবিপ্রবি। এছাড়াও থাকবে নগরনাটের পরিবেশনায় নাটক, গান ও ব্রতচারী নৃত্য।

যুগপূর্তি অনুষ্ঠান উপভোগের জন্য সবার প্রতি আমন্ত্রণ জানিয়েছেন নগরনাট, সিলেটের সভাপতি অরূপ বাউল।

আপনার মন্তব্য

আলোচিত