সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০১৮ ১৮:৩০

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সিলেটে সঙ্গীতানুষ্ঠান বৃহস্পতিবার

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২১ জুন বিকাল ৫টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে সঙ্গীতানুষ্ঠানের।

বুধবার (২০ জুন) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

সঙ্গীতানুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিশু ও সাধারণ বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি সিলেটের বিশিষ্ট সংগীত শিল্পী সুষমা দাস, জামাল উদ্দিন হাসান বান্না, সুবল চন্দ্র দেব, মালতী পাল, গৌতম চক্রবর্তী, শামীম আহমদ, বাউল বশির উদ্দিন সরকার, সুমনা আজিজ ও উদীয়মান সংগীত শিল্পী পলা দাশ গুপ্ত (জুঁই) একক সংগীত পরিবেশন করবেন।

এছাড়াও দলীয় পরিবেশনায় থাকছেন রাধারমণ স্মৃতি তর্পণ, অন্বেষা শিল্পী গোষ্ঠী ও নবারূণ শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

আপনার মন্তব্য

আলোচিত