নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০১৮ ২১:৫৪

নগরনাটের নাট্য কর্মশালা সমাপ্ত

নতুন নাট্যকর্মীদের জন্য নাগরনাটের নাট্য কর্মশালা সমাপ্ত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিলেট নগরীর সারদা হলে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু এবং সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত উপস্থিত থেকে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

সপ্তাহব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন নাট্য সংগঠক অর্ধেন্দু দাশ। মঞ্চ, আলো, মেকআপ, কস্টিউম, অভিনয় ইত্যাদি বিষষে এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়।
নগরনাট
নতুন ২০ জন নাট্যকর্মী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। তারা হলেন- অপরূপ দাস অয়ন, অপরাজিতা দাশ, জ্যোতিপ্রকাশ দাশ তালুকদার, হৃদয় মজুমদার, সপ্তর্ষী দাস, রনি দাস, অনির্বাণ রায়, মো. রায়হান চৌধুরী সৈকত, সন্তোষ দে রাজ, মাহদি হুসাইন নূর, কামনা দে, দেবপ্রিয়া পাল, রাজন পাল, সৈয়দ মোরশেদ আহমেদ পরাগ, সৈয়দ মোনায়েম আহমেদ, অমিত দেব, জয়া হোসাইন, মোজাম্মিল হোসাইন, পিয়াস খান এবং প্রান্তর চৌধুরী।

এসময় অংশগ্রহণকারী নতুন নাট্যকর্মীরা আগামীতে নাটকের মধ্য দিয়ে তাদের চিন্তা চেতনা ও সামাজিক নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে সমাজ পরিবর্তনে অবদান রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মন্তব্য

আলোচিত