সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৮ ২১:০৩

রাধারমণ সংগীত উৎসবের শুরু ২২ নভেম্বর

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আগামী ২২, ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে রাধারমণ সংগীত উৎসব-২০১৮।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি।

ঐদিন বিকেল ৫ টায় রাধারমণ সংগীত উৎসবের উদ্বোধন করবেন শ্রীহট্টের আঞ্চলিক গান ও রাধারমণ সংগীতের প্রবীণ শিল্পী হিমাংশু বিশ্বাস। অনুষ্ঠানে দুই প্রবীণ শিল্পী শাহ মো. ছুরত মিয়া ও হিমাংশু বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হবে।

উৎসবে বাউল, কীর্তন, দেহতত্ত্ব, ধামাইল ও ভাটিয়ালী গান পরিবেশিত হবে। ঢাকা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, নবীগঞ্জ ও জগন্নাথপুরের শিল্পীরা অংশ নেবেন।

এই নিয়ে ৮ম বারের মতো এই আয়োজন করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়, সোনালী ব্যাংক লি. ও গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের সৌজন্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠান উদযাপন করছে।

আপনার মন্তব্য

আলোচিত