সিলেটটুডে ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৯ ২১:৩০

সম্মিলিত নাট্য পরিষদের বর্ণমালার মিছিল শুক্রবার

ফাইল ছবি

ভাষার মাসকে বরণ করে নিতে বিগত বছর সমূহের ন্যায় সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট পহেলা ফেব্রুয়ারি শুক্রবার মহান ভাষার মাসকে বরণ করবে।

বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাসকে স্বাগত জানাতে শুক্রবার সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণমালা শোভিত মিছিলটি বের হবে। বর্ণমালার এ মিছিলের শুভ উদ্বোধন করবেন ভাষা সৈনিক, প্রফেসর এমিরেটস আব্দুল আজিজ। বর্ণমালার মিছিলে অংশ নিবেন নাট্য ও সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বর্ণমালার মিছিলটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। শহীদ মিনার প্রাঙ্গণে বর্ণমালার মিছিলকে নৃত্য ও গানে বরণ করে নেওয়া হবে।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে বাহান্ন ও একাত্তরের চেতনায় বিশ্বাসী সকলের অংশগ্রহণ করার জন্য এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন। বিবৃতিতে তিনি প্রশাসনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত