সিলেটটুডে ডেস্ক

২৩ মার্চ, ২০১৯ ০১:১০

এপার বাংলা, ওপার বাংলা নৃত্য উৎসবের ২য় দিন অতিবাহিত

“বিশ্ববীণা বেজে ওঠে আজ নৃত্যছন্দে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এপার বাংলা, ওপার বাংলার যৌথ উদ্যোগে রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে ৫দিন ব্যাপী নৃত্য উৎসবের ২য় দিন শুক্রবার সকালে নৃত্যশৈলি সিলেটের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় আয়োজিত মুক্তমঞ্চ অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন, নাট্যব্যক্তিত্ব সেলিনা হক, প্রমা অবন্তী, শাহ মো. মোশাহিদ আলী, ক্রীড়া ব্যক্তিত্ব মাহি উদ্দিন সেলিম, নাট্য ব্যক্তিত্ব এআর ওয়াসেফ, নৃত্যশিল্পী ইশতিয়াক ইমরান প্রমুখ।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সম্মানীত অতিথি ছিলেন, নৃত্যগুরু শর্মিলা বন্দোপাধ্যায়, ড. কুন্তল বড়ুয়া, নাট্য ব্যক্তিত্ব সুপ্রিয় ভট্টাচার্য্য।
 
পরে নৃত্যশৈলি তাদের নিয়োমিত পরিবেশনা নৃত্যরং পরিবেশন করে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে একক ও দ্বৈত নৃত্য পরিবেশ করেন শর্মিলা বন্দোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ংপ্রভা তাথৈ, প্রমা অবন্তী, এসএম হাসান ইশতিয়াক ইমরান। সবশেষে নন্দন কলাকেন্দ্রের নাটক মহুয়া মঞ্চস্থ হয়।

আপনার মন্তব্য

আলোচিত