সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০১৯ ২৩:২৫

এপার বাংলা, ওপার বাংলা নৃত্য উৎসবের ৪র্থ দিন অতিবাহিত

“বিশ্ববীণা বেজে ওঠে আজ নৃত্যছন্দে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এপার বাংলা, ওপার বাংলার যৌথ উদ্যোগে রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে ৫দিন ব্যাপী নৃত্য উৎসবের ৪র্থ দিন ২৪ মার্চ রোববার নৃত্যশৈলি সিলেটের পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় আয়োজিত মুক্তমঞ্চ অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন, শিলচর ভারতের নৃত্য প্রশিক্ষক চন্দন মজুমদার, ঢাকার তাহনুন আহমেদী প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে নৃত্যশৈলী সিলেট, শ্রীমঙ্গলের নৃত্যবীনা, ফেঞ্চুগঞ্জের নৃত্যকণা, মৌলভীবাজারের নূপুর নিক্কণ, ঢাকার রিদমস।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদের সভাপতিত্বে ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, ভারতীয় হাই কমিশন সিলেটের সহকারি হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি, সম্মানীত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব এহতেশামুল হক দুলাল, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক নীলুফার ইয়াসমিন, ইঞ্জিনিয়ার মো. হাবিব আহসান।

রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যশৈলী, নৃত্যবাণী, নৃত্যকণা, থৈয়বি মনিপুরী ড্যান্স এন্ড কালচারাল রিসার্চ ইনস্টিটিউট। রিদমস ঢাকার পরিবেশনায় আউট সাইড অব ইনসাইট ও শিলচর ভারতের নৃতায়নের পরিবেশনায় ফিরো এসো আগুন নৃত্যনাট্য পরিবেশিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত