নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০১৯ ১১:২৯

বাংলা নববর্ষে শ্রুতির বর্ণাঢ্য আয়োজন

পহেলা বৈশাখ জাতির এক অনুপ্রেরণার দিন। সবচেয়ে বৃহত্তম অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসবও। সর্বস্তরের মানুষ হৃদয়ের টানে, বাঙালিয়ানার টানে মিলিত হবে এ উৎসবে। তাতে থাকবে না কোনো ধর্ম-বর্ণের ভেদাভেদ, থাকবে না ধনী-গরিবের বৈষম্য। উৎসবে শামিল হয়ে বাঙালি তার আপন ঐতিহ্য, সাংস্কৃতিক নিজস্বতা ও গৌরবময় জাতিসত্তার পরিচয়ে আলোকিত হবে।

সাংস্কৃতিক সংগঠন শ্রুতির উদ্যোগে প্রতিবারের মত আগামী ১ বৈশাখ ১৪২৬, ১৪ এপ্রিল ২০১৯, রোববার ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করেছে দিনব্যাপী বর্ণাঢ্য শতকন্ঠে বর্ষবরণ উৎসব ১৪২৬ বাংলা।

"আসবে পথে আঁধার নেমে তাই বলে কি রইবি থেমে" শীর্ষক আয়োজন শুরু হবে সকাল ৭.০০ চলবে বিকাল ৬.০০টা পর্যন্ত। দেওয়া হবে শ্রুতি সম্মাননা ১৪২৫ বাংলা।

এবারের গুণীজন নজরুল সংগীতের কিংবদন্তি সুজিত মোস্তফা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, এসএমপির সহকারী পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, ভারতের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে সমবেত সংগীত, নৃত্য,আবৃত্তি পরিবেশন করবেন যারা ক্রমঅনুযায়ী শ্রুতি শতকন্ঠ, গীতবিতান বাংলাদেশ, ছন্দনৃত্যালয়, দ্বৈতস্বর, নৃত্যশৈলী, গ্রিনডিজেবল ফাউন্ডেশন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, আবৃত্তি বিভাগ শ্রুতি সিলেট, নগরনাট, দীপ্তর্শি, অন্বেষা শিল্পী গোষ্ঠী, মুক্তাক্ষর, নাট্যম সংগীত বিদ্যালয়, সুরের ভূবন, অনির্বান শিল্পী গোষ্ঠী, কৃষ্ণচূড়া- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

পঞ্চকবির গানে সোনিয়া রায়, মৌলি দেব ,সানন্দা রায়; লোকসংগীতে বাউল আব্দুর রহমান, শামীম আহমেদ, গৌতম চক্রবর্তী, বাউল সূর্যলাল, প্রদীপ মল্লিক, ইকবাল শাঁই, লিংকন দাশ এবং নজরুল সংগীতে সুজিত মোস্তফা পরিবেশনায় থাকবেন। থাকবে কুষ্টিয়ার ফকির মাসুদ শাহ্ পরিবেশনা।

দিনব্যাপী থাকবে বৈশাখী মেলা।

আপনার মন্তব্য

আলোচিত