সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৫ ২৩:২০

সুকান্তের আবৃত্তি অ্যালবাম “জল হাওয়ার লেখা”

সুকান্ত গুপ্ত, খুব ছোটবেলা থেকে আবৃত্তির শুরু। কাজ করেছেন নিয়মিত বিভিন্ন মঞ্চ পরিবেশনায়। জন্ম ১৯৮৪ সালে সিলেটে। প্রকৃতির আবহে বেড়ে ওঠা সুকান্তের শৈশব কৈশর কেটেছে সিলেট শহরে। কন্ঠে ধারণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অমীয় কথামালা। রবীন্দ্রনাথ তার ধ্যান-জ্ঞান।

নিয়মিত কাজ করছেন ভবিষ্যত প্রজন্মকে নিয়ে শুদ্ধ সাহিত্য সংস্কৃতির বিকাশ লক্ষে। অতি সম্প্রতি আবৃত্তিমেলা হতে প্রকাশিত হয়েছে নির্বাচিত প্রেমের কবিতা নিয়ে সুকান্তের একক আবৃত্তির অ্যালবাম “জল হাওয়ার লেখা”।

প্রখ্যাত আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামের নির্দেশনায় এ অ্যালবামে স্থান পেয়েছে সমসাময়িক অনেক কবির কবিতা। সর্বমোট সতেরটি কবিতার মধ্যে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ শামসুল হক, নবনীতা দেবসেন, নির্মলেন্দু গুণ, জয় গোস্বামী, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রমোদ বসু, শামীম আজাদ, হুমায়ুন আজাদ, আবিদ আজাদ,মাহিদুল ইসলাম, অভিজিৎ ঘোষ, রবিশঙ্কর মৈত্রী, তাপস মজুমদার, শিমুল মোহাম্মদ, জান্নাতুন নাইম প্রিতি সহ সমসাময়িক কবিদের কবিতা।

অ্যালবামে বেশ কিছু দ্বৈত আবৃত্তিতে সহশিল্পী হিসেবে কন্ঠ দিয়েছেন সুখ্যাত আবৃত্তি শিল্পী সুস্মিতা সাহা।

সুকান্ত সিলেটের সাংস্কৃতিক পরিমন্ডলে জড়িত ছোট থেকে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সহ বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে আবৃত্তি ও উপস্থাপনা নিয়ে কাজ করছেন।

সুকান্ত বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক। শুদ্ধ ধারায় সাহিত্য সংস্কৃতি চর্চায় নিরলস কাজ করে যাচ্ছেন সুকান্ত। অতি সম্প্রতি সুকান্ত তার সাংস্কৃতিক কর্মকান্ডে স্বীকৃতি স্বরূপ পেয়েছেন “জয় বাংলা ইয়ুথ অ্যায়ার্ড ২০১৫”।
“জল হাওয়ার লেখা” সুকান্তের প্রথম অ্যালবাম।

আপনার মন্তব্য

আলোচিত