নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০১৯ ১৪:৩৮

সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান ও ভাতার জন্য দরখাস্ত আহবান

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ২০১৯-২০২০ অর্থবছরে সক্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং আর্থিকভাবে অসচ্ছল সংস্কৃতিসেবীদের অনুদান ও ভাতা প্রদানের লক্ষে সাংস্কৃতিক প্রতিষ্ঠান/অসচ্ছল সংস্কৃতিসেবীদের কাছ থেকে নীতিমালা অনুসরণ সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা অথবা জেলা শিল্পকলা একাডেমি সিলেট থেকে বিনামূল্যে অথবা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moca.gov.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ পূর্বক নীতিমালা অনুযায়ী সংযুক্ত কাগজপত্রসহ পূরণকৃত আবেদনপত্রটি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়, প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা জেলা শিল্পকলা একাডেমিতে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থবছরে অসচ্ছল সংস্কৃতিসেবী হিসেবে যারা মাসিক কল্যাণ ভাতা পেয়েছেন সেই সকল সংস্কৃতিসেবীদের চলতি অর্থবছরে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

আপনার মন্তব্য

আলোচিত