সিলেটটুডে ডেস্ক

০১ অক্টোবর, ২০১৫ ০২:৩৫

স্বর্ণালী সতেরোতে ‘চ্যানেল আই’

‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন ষ্টেশন ‘চ্যানেল আই’ স্বর্ণালী সতেরো’তে পা দিলো।  

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু। দুই বছর পর ২০০১ সালের অক্টোবর মাসের ১ তারিখ থেকে শুরু সংবাদ।

অনুষ্ঠান এবং সংবাদ, দু' ক্ষেত্রেই লাল-সবুজকে ধারণ করে সারাবিশ্বে প্রতিটি বাঙালির অন্যতম প্রিয় চ্যানেল, চ্যানেল আই’ যা বাংলা ভাষায় প্রথম ডিজিটাল চ্যানেল।

ঐতিহ্য, আধুনিকতা এবং প্রযুক্তিকে সঙ্গী করে স্বর্ণালী সতেরোতে জনপ্রিয় এ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।

রাত ১২টা ১ মিনিটে শুরু হয় চ্যানেল আই প্রাঙ্গণে ১ অক্টোবর দিনভর চলবে স্বর্ণালী সতেরোর উৎসব। ঘড়ির কাঁটায় রাত বারোটা ১, শুরু হয় উৎসব।

তেজগাঁওয়ে নিজস্ব ভবনে চ্যানেল আই ১৭ বছরে পদার্পনের প্রথম প্রহরে জন্মদিনের কেক কাটার উৎসবে যোগ দেন চ্যানেল আই পরিচালনা পর্ষদ সব সদস্য, তাদের পরিবার এবং শুভ্যানুধ্যায়ীরা।

আপনার মন্তব্য

আলোচিত