শাবি প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০১৫ ২০:৫৪

‘গাজা সেবন করতে এসে’ শাবি ছাত্রীকে উত্ত্যক্ত, যুবককে পুলিশে সোপর্দ

শাবিতে গাজা সেবন করতে এসে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বহিরাগত এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাবি প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এক বহিরাগত যুবক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই যুবককে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে নিয়ে এলে আমরা ‘গাজা’ সহ তাকে পুলিশে সোপর্দ করি।

তিনি আরো জানান, ওই যুবক সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী, তার নাম জয়নুল বারী নাদেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক গাজা খেয়ে ক্যাম্পাসে এসে শহীদ মিনার এলাকায় আপত্তিকরভাবে কথাবার্তা বলছিলো। পরে ওইখানের এক ছাত্রীকে উত্যক্ত করলে উপস্থিত শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে ওই যুবক তাদেরকে হুমকি ধামকি দিতে থাকে। পরে তারা গাজার পুড়িয়াসহ তাকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ কঠিন ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত