শাবি প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৬

শাবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরের সাথে উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবর্ষিকীর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

এই সময় উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধ ও মুক্তবুদ্ধি চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদের আহ্বয়ক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ছাত্রউপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহকারী প্রক্টর ওমর ফারুক সহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর মুক্তমঞ্চ থেকে মাথায় প্রতিষ্ঠাবার্ষিকীর রঙ বেরঙের ব্যাজ ধারণ করে বর্ণাঢ্য র‌্যালি বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। র‌্যালির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ সভাপতি অঞ্জন রায়, সাধারণ সম্পাদক ইমরান খান, ছাত্রলীগের সিনিয়র নেতা উত্তম কুমার দাশ প্রমুখ।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত