ডেস্ক রিপোর্ট

০৪ জানুয়ারি, ২০১৬ ১৮:৪৭

রুয়েটে ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের যাত্রা শুরু

চলতি ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ যাত্রা শুরু করেছে কেমিক্যাল এন্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ।

নতুন এই বিভাগের বিভাগীয় প্রধান নিয়ুক্ত করা হয়েছে প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফীকে।

গতকাল ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন এই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে যন্ত্রকৌশল অনুষদের ডীন ড. নীরেন্দ্র নাথ মুস্তাফীকে।

চলিত ২০১৫-২০১৬ সেশনের ১ম বর্ষে ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রী ভর্তি করার মাধ্যমে এই বিভাগটি যাত্রা শুরু করেছে।

নবনিয়ুক্ত বিভাগীয় প্রধান ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী বলেন, এই বিভাগটিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদে অন্তভুক্ত করা হয়েছে। দেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে শিক্ষা বিস্তারে এবং দক্ষ জনবল তৈরীতে এই বিভাগটি অত্যন্ত কার্যকর ভুমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত