নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৪

কথায় কথায় ভিসিকে অবরুদ্ধ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১০ জানুয়ারি) দুপুরে সাস্ট অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়ার সভপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ্ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাইতে সম্মানের আর কিছু নেই। পৃথিবীতে সবার উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্থান। এজন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরও সচেতন থাকতে হবে। কথায় কথায় ভিসি’কে অবরোধ করা, দু-দলে বিভক্ত হয়ে গোলমাল করার মতো কাজ শিক্ষকদের কাছ থেকে আশা করেননা বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এছাড়াও বিজ্ঞান ও যুক্তিভিক্তিক জীবন চর্চায় নিজেদের নিয়োজিত করতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বন জানান মন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত