নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০১৬ ১৫:৩০

শাবি শিক্ষকের ড্রাইভিং শিক্ষার বলি হলো দুই প্রাণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গাড়ি চালনা শিক্ষার বলি হয়ে ঝরে গেলো দুই প্রাণ। আহত হলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ আরো তিন জন। নিহতদের মধ্যে একজন কলেজ শিক্ষকও রয়েছেন। শনিবার বেলা ১২ টায় শাবিপ্রবির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আরিফুল ইসলাম কয়েকদিন আগে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২০-৪০০৯) ক্রয় করেন। গত কয়েকদিন ধরে তিনি গাড়ি চালানো শিখছেন। শনিবার গাড়ি চালনা শেখার জন্য প্রাইভেটকার চালক আবুল কালামকে নিয়ে বের হন।

দুর্ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বেলা বেলা ১২ টায় শাবি ক্যাম্পাসের প্রবেশ পথে আরিফুল ইসলাম গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সমনে থাকা দুই পথচারী ও শাবির এক ছাত্রীকে ধাক্কা দিয়ে গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন জগন্নাথপুরের কারবিয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে গিয়াস উদ্দিন (৬০)। গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নেওয়া হলে বেলা ১ টার দিকে সেখানে মারা যান ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মো.. আতাউর রহমান।

এ দুর্ঘটনায় আহত হন শাবির ছাত্রী সেলিনা পারভীন এবং প্রাইভেটকারের চালক কালাম। শিক্ষক আরিফুর রহমানও আহত হন।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, নিহতদের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে অধ্যাপক ড. আরিফুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

শাবি'র প্রোক্টর ড. কামরুজ্জামান বলেন, গাড়ি চালানো শিখার বিষয়টি সঠিক নয়। তাছাড়া ওই গাড়িতে আমাদের বিশ্ববিদ্যালয়েরই একজন চালক ছিলেন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তারা এ ব্যাপারে ভালো বলতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত