নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১৪:৪৬

শাবিপ্রবির সফলতার ২৫ বছর ,আনন্দ শোভাযাত্রা

সাফল্যের ২৫ বছরে পদার্পন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাফল্যের ২৫ বছরে পদার্পন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নানা আয়োজনে ১৩ ফেব্রুয়ারি ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে সকাল পৌনে ১০টায় জাতীয় পতাকা ও শাবি’র পতাকা উত্তোলন করা হয় রেজিস্ট্রার ভবনের সামনে। এরপর উপাচার্য প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে রেজিস্ট্রার ভবনের সামনে থেকে বের হয় আনন্দ র্যা লি। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আলাদা ব্যানার নিয়ে এস মূল র্যা্লীর সাথে যোগ দেন। র্যা লীটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে শেষ হয়।

এরপর সেখানে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়াও সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষাভবন-‘ই’ এর সামনে অনুষ্ঠিত হয় স্থাপত্য বিভাগের একাডেমিক প্রজেক্ট .

 

আপনার মন্তব্য

আলোচিত