সিলেটটুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৬ ২১:৪৩

কাজী হাবিব স্মরণে এসআইইউতে মিলাদ ও দোয়া মাহফিল

ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলে খুন হওয়া সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ব্যাবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র কাজী হাবিবের আত্মার শান্তি কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ যোহর বিশ্ববিদ্যালয় হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমেদ, উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস, ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ রুহুল আমীন, মানবিক অনুষদের ডীন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ঋষিকেশ ঘোষ, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর প্রধান প্রফেসর মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের প্রধান একরামুল ফারুক, সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. খন্দকার মমিনুল হক, ব্যবসায় বিভাগের প্রধান আব্দুল লতিফ, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, পরিচালক অর্থ সুশান্ত আচার্য্য, পরিচালক জনসংযোগ তারেক উদ্দিন তাজ, সহকারী প্রক্টর প্রভাষক প্রনব কান্তি দেব, নেসার আহমদ ও মশিউর রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন কানিশাইল মসজিদের সানি ইমাম মাওলানা আনোয়ারুল হক।

আপনার মন্তব্য

আলোচিত