নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি , ২০১৫ ২৩:০৫

সাস্টিয়ান সাইক্লিস্টের ৫০তম বাইক ফ্রাইডে

৫০তম বাইক ফ্রাইডে পূরণ করল সাস্টিয়ান সাইক্লিস্ট।‘সাস্টিয়ান সাইক্লিস্ট’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাইক্লিং গ্রুপ। ২০১৩ সালের ৩ মে থেকে বাইক ফ্রাইডে ইভেন্ট শুরু হয়। ২০১৫ সালে এসে অনুষ্ঠিত হলো ৫০ তম বাইক ফ্রাইডের। 

সাস্টিয়ান সাইক্লিস্টের মডারেটর শাহরিয়ার রহমানের নেতৃত্বে এ সপ্তাহের ফ্রাইডে রাইডে ৬৭ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। রাইডটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু করে তেমুখি বাইপাস, বরইকান্দি এবং হুমায়ুন রশীদ চত্বর হয়ে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এসে শেষ হয়। 

রাইড শেষে অডিটরিয়াম প্রাঙ্গনে ৫০তম বাইক ফ্রাইডে উদযাপন উপলক্ষ্যে কেক কাটেন সাস্টিয়ান সাইক্লিস্টরা।

রাইডে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেন সাস্টিয়ান সাইক্লিস্টের মডারেটর সাইফুর রনি, রাহিকুল ইসলাম চৌধুরী, রিয়াদ হোসেন রাকিব, পাভেল হাসান, মঞ্জুর আহমেদ আরিফ, মাহিন আহমেদ, শাকিল আজিজ এবং মঈনুল হাসান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়- সাইক্লিংয়ের আলো সবার মাঝে ছড়িয়ে দেয়াই তাদের লক্ষ্য। সবুজের শহর সিলেটে সবুজের বাহন হিসেবে যেন সাইকেলের ব্যবহার বাড়াতেই তাদের উদ্যোগ। ৫০তম বাইক ফ্রাইডে আয়োজনে সহযোগী এবং অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানান তারা।

 

 

আপনার মন্তব্য

আলোচিত