এমসি কলেজ প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৪৪

‘পিলখানা হত্যা দিবস’-এ শহীদ মিনারে থিয়েটার মুরারিচাঁদের পুষ্পস্তবক অর্পণ

আজ ২৫ ফেব্রুয়ারি ইতিহাসের সেই কালো দিন। সাত বছর আগে ২০০৯ সালের এই দিনে পিলখানায় বিজিবি (তৎকালীন বিডিআর) সদর দফতরে ঘটে যায় এক মর্মান্তিক নৃশংস ঘটনা।  পিলখানার হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তা, ১ জন সৈনিক, দুই সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ বিজিবি সদস্য ও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হন।

এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ এই দিনটি স্মরণে এম সি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় থিয়েটার মুরারিচাঁদ এর কর্মীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, কলেজের সাধারণ পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন এবং পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক জনাব তৌফিক এলাহী এজদানি। এছাড়াও কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। এসময় তারা পিলখানায় নিহত শহীদদের কথা স্মরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত