শাবি প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি , ২০১৬ ১৫:০৫

শাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, শারীরিক শিক্ষা দফতরের পরিচালক চৌধুরী সৌদ বিন আম্বিয়া প্রমুখ।

এসময় উপাচার্য বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজক শাবিপ্রবি শারীরিক শিক্ষা অধিদফতর। বার্ষিক ক্রীড়া উৎসবে ২৬টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন দেশীয় খেলার ইভেন্ট থাকছে।

আপনার মন্তব্য

আলোচিত