সিওমেক প্রতিনিধি

১২ মে, ২০১৬ ০১:৫০

ইন্টার্ন চিকিৎসকদের বেতনভাতা বৃদ্ধির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ইন্টার্ন চিকিৎসকদের বেতন বৃদ্ধিসহ পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করেছেন। বুধবার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এমন আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী ওসমানী হাসপাতালে গিয়ে প্রথমেই "করোনারি কেয়ার ইউনিট" পরিদর্শন করেন। এরপর তিনি হাসাপাতালের সেমিনার রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন।

এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দ্বীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা, এহতেশামুল হক দুলাল, পরিচালক (হাসপাতাল) ডা. শামিউল হক, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুস সবুর মিঞা, ডেপুটি পরিচালক ডা. আব্দুস সালাম, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট বিএমএ'র সভাপতি অধ্যাপক ডাঃ রূকন উদ্দিন আহমদ, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এন কে সিনহা প্রমুখ।

আলোচনা সভায় ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. রাহাত বিন আমীন এবং ডা. বনি ইয়ামিন খান।

তারা মন্ত্রীর কাছে চিকিৎসক ভাতা নূন্যতম বিশহাজার (২০,০০০/-) টাকায় উন্নীত করার অনুরোধ জানান। এর পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী সব শুনে অতিসত্বর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। তিনি আরো জানান, অর্থমন্ত্রীকেও এ ব্যাপারে অবগত করা হয়েছে। খুব শীঘ্রই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত