সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০১৬ ২২:৪৮

এক দশক পূর্ণ করলো এমসি কলেজের মোহনা

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারীচাঁদ কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠন ১ দশক পূর্ণ করলো। ২০০৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ২০১৬-১৭ সালের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান শনিবার বিকাল ৪টায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীমা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোহনা সাংস্কৃতিক চর্চায় বিশেষ অবদান রেখে মুক্ত মনের বিকাশ সাধনে এগিয়ে চলেছে। তাদের কার্যক্রম সমাজ বিনির্মাণে সহায়তা পালন করবে বলে বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরারীচাঁদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদা আখতার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. বিলাল উদ্দিন, ইংরেজী বিভাগের প্রভাষক আবু মুসা তারেক, সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মোহনার সাবেক সভাপতি ও কমার্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি ও দক্ষিণ সুরমা কলেজের বাংলা বিভাগের প্রভাষক খালেদ মাসুদ, সাবেক সভাপতি দোলন আহমদ, আজীবন সদস্য মো. নাসির উদ্দিন, সাবেক সভাপতি ওলিউর রহমান সামি, থিয়েটার মুরারীচাঁদের সদস্য সচিব ফাহমিদা এলাহী বৃষ্টি, স্বাগত বক্তব্য রাখেন মোহনার সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া।

সামসউদ্দিন সামসের সভাপতিত্বে ও মোহনার সিনিয়র সদস্য আশিষ চন্দ্র তালুকদার ও সাধারণ সম্পাদক মো. এনাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকর্মী ইয়াকুব আলী, মোহনার সাবেক সহ সভাপতি লুৎফুর নাহার মাসুমা, মিতু পাল, সাবেক সিনিয়র সদস্য নন্দ দুলাল বাপ্পি, জেনি সরকার, সিনিয়র সদস্য তমালিকা তালুকদার, আব্দুল আলিম জুয়েল, উজ্জ্বল আলম, নাট্যকর্মী এমরাজ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মুন্না রানী দে, সিনিয়র সদস্য পারভিন আক্তার, ঝরণা বেগম, রিমা দর, আহনাফ আহমদ আবির, সাবেক সিনিয়র সদস্য সাজ্জাদ হোসাইন, সাবেক সদস্য জাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শুভাশীষ চক্রবর্তী , আমির হামজা, সহ সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদি হাসান সুজন,  সহ সাংস্কৃতিক সম্পাদক বৃষ্টিরাজ ঋতু, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক আমিন উদ্দিন, সহ দপ্তর সম্পাদক সোহান আহমদ, প্রচার সম্পাদক এমদাদ আহমদ তুষার, সহ প্রচার সম্পাদক রেদোয়ান আহমদ, সহ সাহিত্য সম্পাদক চৌধুরী মো. ইমরান, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহবুবা আক্তার, সদস্য মায়া আক্তার, আফজাল হোসেন, মিলাদ হোসেন, টিপু শিকদার, শহিদুল্লাহ কাওছার, শাকিল আহমদ, রাজু আহমদ, মাধুরী নাগ, আকাশ রায়, শাহিন আহমদ, শ্রাবণ মিয়া, অয়ন পাল অপু, হাবিব, তানভীর, জাহেদ, মৌসুমী, বিতি, জয়শ্রী, দেবশ্রী, হাসান ইমতিয়াজ প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত