শাবি প্রতিনিধি

২৬ মে, ২০১৬ ১৫:৫৮

শাবিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব সোমবার

বাঙালির সাহিত্য-সংস্কৃতির দুই দিকপাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব ১৪২৩'  সোমবার (৩০ মে) অনুষ্ঠিত হবে।
 
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ উৎসবের আয়োজন করেছে।
 
বৃহস্পতিবার শাবি প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রবীন্দ্র-নজরুল জন্মোৎসব উদযাপন কমিটি ২০১৬ এর  আহ্বায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়জুল হক। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শরদিন্দু ভট্টাচার্য্য।
 
মতবিনিময় সভায় ড. মো. ফয়জুল হক জানান, ‘উড়িয়ে দে তোর বিজয় কেতন’ স্লোগানে এ রবীন্দ্র-নজরুল জন্মোৎসব আগামী ৩০ মে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
সকাল এগারোটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে দিনের আয়োজন। অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ^বিদ্যালয়ের উপ[আচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভ’ইয়া। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম, কলকাতার বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী শ্রীযুক্ত অসীম ভট্টাচার্য।
 
বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সোমবার বিকেল তিনটা থেকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান ড. মো. ফয়জুল হক।
 
এসময় বিভাগীয় প্রধান ড. শরদিন্দু ভট্টাচার্য্য বলেন , বাংলা বিভাগের গত দশবছরে এ ধরনের অনুষ্ঠান প্রথম। এ জন্মোৎসবে অংশ নিয়ে সাফল্যমন্ডিত করার আহŸান জানান। এ ধরনের সাংস্কৃতিক কর্মকান্ড বাংলা বিভাগ অব্যাহত রাখবে বলে তিনি মন্তব্য করেন।

আপনার মন্তব্য

আলোচিত