নিউজ ডেস্ক

২১ মার্চ, ২০১৫ ১৬:৪৭

শাবি বইমেলায় পাওয়া যাচ্ছে অভিজিৎ রায়ের বই

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে রাহুলের জন্যে বইমেলা। মেলায় অন্য অনেক লেখকের সঙ্গে পাওয়া যাচ্ছে সন্ত্রাসীদের হাতে খুন হয়ে যাওয়া লেখক, গবেষক, ব্লগার ড. অভিজিৎ রায়েরও বই।

বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নোত্থান ও সাস্ট সাহিত্য সংসদ (সসাস) যৌথভাবে ক্যাম্পাসের অর্জুনতলায় এ বইমেলার আয়োজন করা হয়েছে।

মেলায় আগামী, অন্বেষা, ইত্যাদি, অন্যপ্রকাশ, পার্ল, শুদ্ধস্বর, তাম্রলিপি, সময়, কাকলী, প্রকৃতি, চৈতন্য ও নাগরীসহ বিভিন্ন প্রকাশনীর অংশ গ্রহণ করেছে।

বইমেলায় শুদ্ধস্বর থেকে প্রকাশিত অভিজিৎ রায়ের বই সমকামিতা : একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনস্তাত্ত্বিক অনুসন্ধান, শূন্য থেকে মহাবিশ্ব : উৎপত্তি এবং অস্তিত্বের সাম্প্রতিকতম ধারণা এবং ভালোবাসা কারে কয় (মানব মনের জৈববৈজ্ঞানিক ভাবনা) বইগুলো পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, সেমিনেমা ক্যান্সারে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহুল রাফিজের চিকিৎসা সহায়তায় এ বইমেলা আয়োজন করা হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত