ডেস্ক রিপোর্ট

২৫ মার্চ, ২০১৫ ২০:৩৯

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রদীপ প্রজ্জলন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রদীপ প্রজ্জলন করা হয়। বুধবার সন্ধ্যা ৭টায়  বিশ্ববিদ্যালয় কতৃর্ক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুশান্ত কুমার দাশ।


প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে ৭১’ এর পরাজিত শক্তিরা আজও চক্রান্ত ষড়যন্ত্র করছ। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের শহীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।


প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলা অনুষদের ডীন প্রফেসর ময়ীজুর  রহমান, ব্যবসায় অনুষদের ডীন ড. রুহুল আমীন,  বিজ্ঞান অনুষদের ডীন ঋষিকেশ ঘোষ, ইসিই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক এমরামুল ফারুক, রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী, জনসংযোগ কর্মর্কতা তারেক উদ্দিন তাজ।

এছাড়া প্রত্যেক বিভাগের সকল শিক্ষক শিক্ষীকাবৃন্দ ও অত্র বিশ্ববিদ্যালয়ের সকল কর্মর্কতা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত