রাবি প্রতিনিধি

২২ আগস্ট, ২০১৬ ১৯:১১

রাবি গ্রন্থাগারে ছয় দিনব্যাপী ই-রিসোর্স কর্মশালা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্রন্থাগারের মাধ্যমে যে সকল ই-বুক ও ই-জার্নাল পাওয়া যায় সেগুলোর সার্চ ও ব্যবহার সম্পর্কে এক কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সকাল ৯ টায় গ্রন্থাগারের কনফারেন্স রুমে ছয় দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ শামস্ বিন তারিক, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা, উপ-গ্রন্থাগারিক ড. মো. সাদেক রেজা চৌধুরী ও ড. মো. গোলাম মোস্তফা।

এই কর্মশালায় প্রায় ১২০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক অংশ নিচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত