ডেস্ক রিপোর্ট

২৯ মার্চ, ২০১৫ ১৭:১০

শাবিতে প্ল্যানচেট বিতর্ক সোমবার

শাবিপ্রবিতে বিতর্ক চর্চার ক্ষেত্রকে নতুন মাত্রা দেওয়ার স্বপ্নযাত্রা নিয়ে আত্মপ্রকাশ করেছে সাস্ট স্কুল অব ডিবেট (সাস্ট এসডি)। একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র হিসেবে কাজ করবে সাস্ট এসডি। এরই ধারাবাহিকতায় শহীদ শাফি ইমাম রুমি (বীর বিক্রম) স্মরণে সোমবার সাস্ট স্কুল অব ডিবেট আয়োজন করতে যাচ্ছে অভিনব প্ল্যানচেট বিতর্ক -১৫ 'অতৃপ্ত আত্মার জবানিতে আমিই ফিনিক্স '। 

প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটের পাঠকপ্রিয় নিউজপোর্টাল সিলেটভিউ২৪ডটকম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড, মুহম্মদ জাফর ইকবাল।

আলো-আঁধারির বিতর্ক মঞ্চে, ইতিহাসের যুগপৎ কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে 'ফিনিক্স' দাবি করার প্রত্যয় নিয়ে মর্তলোকে নেমে আসবেন একাত্তরের বীর সেনানী শহীদ রুমি, পলাশীর মীর জাফর, '৭১ এর শহীদ আজাদের মা, অগ্নিকন্যা প্রীতিলতা ও সুকুমার রায়ের কবিতার তথাকথিত দেশপ্রেমিক 'নন্দলাল'। 

আপনার মন্তব্য

আলোচিত