শাবি প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০১৫ ১৫:৪৬

শাবিতে চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একমাত্র চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র ১৫ তম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী দীপঙ্কর কপিল দে’কে সভাপতি এবং একই বিভাগের আজমীর হোসাইনকে সাধারণ সম্পাদক  করে ৩৬সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- সিনিয়র সহ সভাপতি তুহিন ত্রিপুরা, সহ সভাপতি প্রবাল দ্বীপ, আশরাফ অনিক, রমজান আলী, সহ সাধারণ সম্পাদক নীলাদ্রি লিনী ও মিতালী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সোয়াইব তানিম, সহ সাংগঠনকি সম্পাদক মোশাররফ লিমন, কোষাধ্যক্ষ দিতি রাণী সরকার, সহকারি কোষাধ্যক্ষ শিরিন আক্তার, প্রোডাকশন সেক্রেটারী মেহেদী হাসান প্রভাত, প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান তন্ময়, প্রচার সম্পাদক সৈয়দ নাঈম গাজী, ভিজ্যুয়াল এন্ড গ্রাফিক্স সেক্রেটারী শাওন ভৌমিক, র্আকাইভ সেক্রেটারী আনুকা দেবী, অফিস সেক্রেটারী গোলাম মাওলা, কার্যকরী সদস্য তৌহিদুজ্জামান জুয়েল, আব্দুল্লাহ আল মনসুর, মেহেদী হাসান শিমুল, জাহিদুল ইসলাম, তানভীর আহমদে, তন্ময় কুমার রায়, সাদিয়া ঋতু, তাসনমি আবেদীন রাজু,সিনিয়র কার্যকরী সদস্য রুবায়েত রুহীন,শাকিল আকবর, সাইফুল ইসলাম পলাশ, কাজী ইব্রাহীম পিয়াস, রুমি মিনহাজ, তানভীর আহমেদ ক্লিয়ন, ইমরান হোসেন, নাঈম-আর-রহমান প্রমুখ।

সংগঠনটির সভাপতি দীপঙ্কর কপিল দে বলেন, ‘চোখ ফিল্ম সোসাইটির প্রধান উদ্দেশ্য হচ্ছে বিকল্প ধারার চলচ্চিত্র সমূহ দর্শকদের কাছে পৌঁছে দেওয়া।

আপনার মন্তব্য

আলোচিত