নিউজ ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৫ ২০:৩৫

শাবি খুলছে ১৮ জানুয়ারী, রাজনৈতিক কর্মকান্ডে নিষেধাজ্ঞা

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘাতে গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়

শাহজালাল বিশ্ববিদ্যালয় আগামী ১৮ জানুয়ারী খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১৭ জানুয়ারী মেয়েদের হল এবং ১৮ জানুয়ারী সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল খুলে দেওয়া হবে। শুধু মাত্র বৈধ শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে ছাত্রছাত্রীদের হলে প্রবেশ করতে দেওয়া হবে। তাছাড়া ১৮ জানুয়ারী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ছাত্র হলগুলোতে অভিযান পরিচালনা করবে। আজ রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

সিন্ডিকেটের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা সমাবেশ, মিছিল পোষ্টারিংসহ সব ধরণের রাজনৈতিক কর্মকান্ড বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয় শাহপরান হলের দখল নেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের ২গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয় বহিরাগত ছাত্রলীগ কর্মী সুমন। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা ছাত্র ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। এরপর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত