শাবি প্রতিনিধি

১২ আগস্ট, ২০১৭ ০০:১৯

শাবিতে বেসিক ফটোগ্রাফি কোর্সের পুরষ্কার বিতরণী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (সুপা)’ কর্তৃক আয়োজিত ‘২৮তম বেসিক ফটোগ্রাফি কোর্স (বিপিসি)-২০১৭’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।

সংগঠনটির সভাপতি তাসিন সিরাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভা মেহেদী জয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রধান করেন ২৮তম বিপিসি এর কনভেনার শাহ নেওয়াজ সায়েম, কোর্স কো অর্ডিনেটর নূর এ রেদুয়ান আরাফ প্রমুখ।

সুপা’র ২৮তম বিপিসি’তে মোট ৬৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে মেধা তালিকায় প্রথম হয়েছেন স্থাপত্য বিভাগের আদিলা জামান প্রভা, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সোহানুর রহমান (সমুদ্রবিজ্ঞান) এবং তানভীর আহমেদ (পরিসংখ্যান বিভাগ)।

এছাড়া অনুষ্ঠানে সুপা'র ১৭তম, ১৮তম এবং ১৯তম কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত