নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০১৫ ২২:৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল : শাবি ছাত্রলীগের ১৪ কর্মীকে শোকজ

সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে ক্যাম্পাসে মিছিল করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন প্রক্টর। আগামী ৫কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও সাধারন সম্পাদক ইমরান খান পক্ষের কর্মী।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক স্বাক্ষরিত এ শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

শোকজ প্রাপ্তরা হলেন, লোক প্রশাসন বিভাগের আব্দুল কাদির রেদুয়ান, রবিউল আউয়াল রবিন ও  ইসতিয়াক আহমেদ হিমন, সমাজ বিজ্ঞান, নূরে আলম বাপ্পি, আব্দুল বাতেন, লিংকন ভূইয়া ও রঞ্জু আহমেদ, ইংরেজি বিভাগের আলী হাসান ও সৈয়দ জোয়েম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের জাকারিয়া ও মাসুম, এফইটি বিভাগের হাসিব, বাংলা বিভাগের মীর সোহেল এবং পরিসংখ্যান বিভাগের আব্দুল্লাহ আল মাসুম। ক্যাম্পাসে সব ধরণের সভা সমামেশ নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও গত  মঙ্গলবার ছাত্রলীগের একাংশ ক্যাম্পাসে মিছিল করে।

উল্লেখ্য,গত বছরের  ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘষের জরুরী সিন্ডিকেট সভায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত