এমসি কলেজ প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০১৭ ০০:৪৬

এমসি কলেজে সিলেট অঞ্চলের প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে ৬ষ্ঠ বারের মতো সিলেট অঞ্চলের প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াড'১৭ অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার(১৪নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি সিলেট অঞ্চলের আয়োজনে এমসি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগে এই প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়।

এমসি কলেজ প্রাণীবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফুল কবীরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অলিম্পিয়াডে প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফারুক মিয়া, এমসি কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. নেছাওর মিয়া, এমসি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তোতিউর রহমান, প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক গণেশ চন্দ্র রায় চৌধুরী।

প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের প্রতিযোগীতায় সিলেট অঞ্চলের ৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিনশ'র অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ৩০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের ভাইভা পরিক্ষার মাধ্যমে অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, রানার্সআপ নির্ধারণ হয়। বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে ‘ক’ শাখা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্নাতক ও স্নাতোকোত্তর শিক্ষার্থীদের ‘খ’ শাখায় বিভক্ত করে পরিক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতার ‘ক’ শাখার উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমসি কলেজের শিক্ষার্থী শ্রাবণী সরকার চ্যাম্পিয়ন ও একই কলেজের শিক্ষার্থী মাহমুদ হোসেন মাসুম রানার্সআপ হয়। অলিম্পিয়াডের ‘খ’ শাখায় শাবিপ্রবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী শাহিদুল আলম চ্যাম্পিয়ন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী জামিল আহমদ রানার্সআপ হন।

প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজ প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আক্তার, সহকারী অধ্যাপক মণিকা রাণী বণিক, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক হুমায়ূন কবীর, মদনমোহন কলেজ প্রভাষক বিপ্লব রায়সহ বিভিন্ন কলেজ সমূহের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত