ডেস্ক রিপোর্ট

০১ জুন, ২০১৫ ১৫:৫৪

প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামোর প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন

প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সচিব কমিটির বৈষম্যমূলক সুপারিশের প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতি এর সাধারন সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ড এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা এর সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

সমাবেশে বক্তারা প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা পুনর্র্নিধারণের দাবি জানান। প্রস্তাবিত বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘অবমূল্যায়ন’ করা হয়েছে উল্লেখ করে সমাবেশে বক্তারা জ্যেষ্ঠ অধ্যাপকদের বেতন স্কেল জ্যেষ্ঠ সচিবদের সমান ও অধ্যাপকদের বেতন স্কেল পদায়িত সচিবদের সমান করে পূণনির্ধারণ এবং শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল রাখা এবং সহযোগী-সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো অধ্যাপকদের বেতনের সাথে সামজ্ঞাস্যপূর্ণ করার দাবি জানান।

 

আপনার মন্তব্য

আলোচিত