নিউজ ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৫ ১৪:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের টয়লেটে হাতবোমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের মধ্যেই কলা ভবনের একটি টয়লেট থেকে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরের আগে আগে কলা ভবনের নিচ তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় চারটি ‘ককটেল’ পাওয়া যায়।
 
বিশ্ববিদ্যালয় থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোয়েন্দা পুলিশের একটি দল বোমাগুলো সরিয়ে নিয়ে যায়।
 
এদিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ৪৯তম সমাবর্তন, যাতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও উপস্থিত রয়েছেন।
 
এবারের সমাবর্তনে ছয় হাজার ১০৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হচ্ছে। সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক অধ্যাপক ফ্রান্সিস গ্যারি। তাকেও সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 

আপনার মন্তব্য

আলোচিত