শাবি প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৮ ১৬:৫১

শাবি শিক্ষক সমিতি নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-২০১৮ এর নির্বাচনের তিনটি প্যানেলের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার শাবি শিক্ষক সমিতির নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন চূড়ান্ত প্রার্থীদের তালিকা নিশ্চিত করেন।

এবারের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’, আওয়ামী শিক্ষকদের ওপর অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং বিএনপি-জামায়াত হিসেবে পরিচিত প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ প্রতিদ্বন্দ্বিতা করবে।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র সভাপতি পদে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো.ওমর ফারুক, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হাসান, সহকারী অধ্যাপক মো. মুয়্যিদ হাসান, প্রভাষক বিশ্বপ্রিয় চক্রবর্তী, মো. হাম্মাদুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক বৃন্দে’র সভাপতি পদে অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. আমিনা পারভীন, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম, সহকারী অধ্যাপক তালুকদার মো. মিসবাহ, প্রভাষক জিয়া আহমেদ ও আশিষ কুমার বণিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’র সভাপতি পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সহ-সভাপতি পদে অধ্যাপক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক মো আমিনুল হক। এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. আবু ইউসুফ, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দা সুলতানা পারভীন, সহযোগী অধ্যাপক ড. খালিদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মন্তব্য

আলোচিত