নিউজ ডেস্ক

১৫ জুন, ২০১৫ ০৫:০৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেষবার ‘দ্বিতীয় সুযোগ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার সম্মান ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করা হলেও শেষবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সে সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছুরা।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি বলেন, বিশেষ বিবেচনায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর ফলে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে যারা প্রথমবারের মতো ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তারা এবার এখানে পরীক্ষা দিতে পারবে।

তবে এরপর থেকে আর এ ধরনের সুযোগ থাকবে না বলে জানান তিনি।

এর আগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার পর দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিলের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরে ২০১৪ সালের ১৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিল করা হয়।

এ অবস্থায় বিভিন্ন স্থানে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহাল রাখার দাবিতে আন্দোলনে নামে ভর্তিচ্ছুরা। তবে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির প্রাথমিক সভার সিদ্ধান্ত অনুযায়ী সে সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ১০ অক্টোবর ‘এ’, ১৭ অক্টোবর ‘বি’, ২৪ অক্টোবর ‘সি’, ৩১ অক্টোবর ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত